কন্সটাকশন বিজনেসের প্রধান সমস্যা তার নির্মান সামগ্রীর সিস্টেম এবং ক্যাশ এক্সপেঞ্চের সঠিক নিয়ন্ত্রন রাখা। এইসব বিষয় মাথায় রেখেই সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে। সফটওয়্যারটি ব্যবহারে নির্মান ব্যবসায়ীরা পাবেন,
১। নির্মাণ সামগ্রীর ষ্টকের সঠিক হিসাব, যা অতিরিক্ত নির্মাণ সামগ্রী ব্যবহারে সতর্ক করবে।
২। নির্মাণ খরচের সঠিক প্রবাহ যা অযাচিত খরচ রোধে আপনাকে সহযোগিতা করবে।
৩। বাজেটের সাথে খরচের তুলনা যা আপনার প্রোজেক্ট এর অবস্থা নিরূপনে সাহায্য করবে।
৪। ব্যবসার সহযোগীদের সাথে লেনদেন এর সঠিক হিসাব যা আপনাকে অন্যের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে।